সংবাদ শিরোনাম বা নিউজ হেডলাইন (সংক্ষেপে হেডলাইন বা সংবাদ শীর্ষ) হলো সংবাদের সংক্ষিপ্ত পরিচিতি। সংবাদের ওপরে অল্প কথায় একটি সংবাদের বিষয়বস্তু (content) সম্পর্কে পাঠককে ধারণা দেওয়া হয়ে থাকে। এটিই হেডলাইন। একে সংবাদের ‘বিজ্ঞাপন’ বলা যেতে পারে।

একটি ইন্ট্রো বা লিড (সংবাদ সূচনা) যেমন কম কথায় পুরো সংবাদটির মূল বক্তব্যটি তুলে ধরে, শিরোনাম তেমনি আরো কম কথায় সংবাদের মূল বিষয়বস্তুটি পাঠককে জানিয়ে দেয়। ইন্ট্রোকে বলা হয় লিড (lead) আর শিরোনামকে বলা হয় সুপারলিড (superlead)।

সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাটিকে বলা হয় show window; আর সেই show window-এর মতোই শিরোনামও গুরুত্বপূর্ণ। শিরোনামের ব্যাপারে তাই বলা হয় : ‘Headlines are the best samples of the best items’।