মূল্যবোধ হারিয়ে রাজনীতি করাটা কতটা জনপ্রিয় বুঝি না!

রাজনৈতিক সমীকরণের ভারসাম্য বজায় রাখার দায়বদ্ধতায় আর মূল্যবোধগুলিকে শ্বাসরোধ করা হয়ে চলেছে দিনের পর দিন। জনমনে হয়তো এমনই হওয়ার ছিল। বিষয়টি নিয়ে যাঁদের লজ্জিত হওয়ার কথা ছিল, সামান্য হলেও দায় স্বীকার করার কথা ছিল তাঁরা ‘নো মেটার’ নামক একটি জনপ্রিয় খেলায় মজে আছেন। চমৎকার!

আইনের জন্ম হয়েছিল সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে। কিন্তু মূল্যবোধ? সেক্ষেত্রে আইনের ভূমিকা নিয়েও কি বিতর্ক উঠতে পারে না? এসব প্রসঙ্গ বাদ থাক সমাজে অতিরিক্ত বোঝার গাধার অভাব নেই। অযথা ঝামেলা বাড়ানোর কি দরকার? আসলে আমরা চোখ খুলে ঘুমাতে শিখে গেছি।

আসুন বুঝদাররা, আপাতত আমরা এবছর গত বছরের তুলনায় তাপমাত্রা বেশি পড়েছে কিনা তা নিয়ে আলোচনা করি! অথবা বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য কে কতটা দায়ী, তা নির্ধারণের চেষ্টা করি!

                                                                                                           আমার কথা কি ঠিক? নাকি বাদ দিব বুঝতেছি না!