ব্যক্তিগত পকেট ভারি করার রাজনীতি বন্ধ করতে হবে,ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিও বন্ধ করতে হবে,রাজনীতি করতে হবে সাধারণ, গরিব-দুঃখী ও অসহায় মানুষের জন্য।
শুধু নিজ, নিজের পরিবার ও স্বজনপ্রীতি নিয়ে ভাবলে হবে না! সমাজের সবার জন্য ভাবতে হবে। প্রতিবেশীদের জন্য ভাবতে হবে, ভাবতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।
মানুষ মানুষের জন্য কথাটাকে মুখে নয়,করে দেখাতে হবে। মানুষের প্রাপ্ত অধিকার আদায়ে জন্য যা যা করণীয় সেটা করতে হবে। লড়তে হবে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে। উন্নয়নকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা ছেড়ে সঠিক কাজে আত্মনিয়োগ করতে হবে। তাহলেই মনে হয় স্বপ্নের সোনার বাংলা বাস্তবে পরিণত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।