পল্লী ইসলামী সংস্থা, এসএডিএফ ও রয়েল ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক, খানসামা উপজেলার কৃতিসন্তান; সবার পরিচিত প্রিয় মুখ, সফল তরুণ উদ্যোক্তা মোঃ লিওন চৌধুরীর আহব্বানে রংপুর রেন্জে কর্মরত সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি শাফিউর রহমান মিজান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি পরচুলা কারখানার শুভ উদ্বোধন করেন।

১৫ মে (রবিবার) বিকেলে তিনি খানসামা উপজেলায় আগমন করলে প্রথমে তাকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন পল্লী ইসলামি সংস্থা ও মাই ফ্রেস ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিওন চৌধুরী।


এসময় তিন প্রতিষ্ঠানের পক্ষে খানসামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন,পল্লী ইসলামী সংস্থার চেয়ারম্যান মোনাজাত চৌধুরী, রয়েল ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান রবিউল ইসলাম, এসএডিএফ’র প্রকল্প পরিচালক শফিকুল চৌধুরী,এডমিন ও আইটি পরিচালক ইমরুল হক,মোহাম্মদ আজমল হাবিব চৌধুরি জুয়েলসহ আরো অনেকে।


উল্লেখ্য, এসব উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠান পরিদর্শনের পরে পণ্য উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান রয়েল ট্রেডিং কর্পোরেশন চেয়ারম্যানের কার্যালয়ে দিকনির্দেশনা আলোচনা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা প্রদান করে সফর সমাপ্তি করেন।