নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ডিজিটাল আইটি সলিউশন এন্ড ইনস্টিটিউটের ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) বিকালে মণিরামপুর উপজেলার তাহেরপুরে নিজ প্রতিষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডিজিটাল আইটি সলিউশন এন্ড ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফুল ইসলাম, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাকিবুল ইসলাম, ম্যানেজার সোহরাব হোসেন, ডিউটি অফিসার মেহেদী ইউসুফ, কম্পিউটার অপারেটর আবু হুরায়রা, জুবায়ের, ওমর, মামুন, ও ড্রাইভার উজ্জ্বলসহ শতাধিক ছাত্র, জনতা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাল আইটি সলিউশন এন্ড ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সেবা ও বেকারত্ব নিরসনে ভূমিকা রাখা। ইতিমধ্য ডিজিটাল আইটি সলিউশন এন্ড ইনস্টিটিউট আস্থা অর্জন করেছে। পাঁচ বছরের পথচলায় আমরা অনেক দূর এগিয়েছি। সামনে আমাদের অনেক পথ বাকি।আরিফুল ইসলাম আরও বলেন,ডিজিটাল আইটি সলিউশন এন্ড ইনস্টিটিউট আজকে ৫ম বছরে পদার্পন করছে, আমরা ডিসেম্বর থেকে বেসিক ও ফ্রিল্যান্সিং কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, বেসিক কম্পিউটার কোর্স চালু করব। আমাদের প্রতিষ্ঠানে মেয়েদের জন্য থাকছে ৭৫% পর্যন্ত স্কলারশিপের ব্যাবস্থা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।