ঝিনাইদহের হরিনাকুুণ্ডুতে শুক্রবার (১৩ মে)রাত আনুমানিক পনে নয় টার সময় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুন্ডু মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রহমান মোল্লা খলিসাকুন্ডু গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে।

আব্দুর রহমান এর নিজ আবাদি পান বরজ থেকে ১৩টি গাঁজা গাছসহ আব্দুল রহমান ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক পান চাষীকে আটক করেছে থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার নিজ আবাদি পানের বরজের ভিতর পান গাছের সাথে গাঁজার গাছ রোপণ করে।

পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই জগদীশ চন্দ্রবসু ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দিন বিকাল ৪টা থেকে অভিযান পরিচালনা করে রাত পনে নয়টা নাগাদ আসামীর নিজ বরজ থেকে ১৩টি গাঁজা গাছ সহ তাকে আটক করে।

অধিক লাভের আশায় গাঁজার বীজ সংগ্রহ করে গোপনে ও কৌশলে চাষাবাদ করে আসছিল বলে হরিণাকুণ্ডু থানা পুলিশের কাছে স্বীকার করেছে আটককৃত পানচাষী ।

হরিনাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।