মোঃ আজগার আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ ১ জন আসামি গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানার এসআই শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা দেবহাটা থানার পারুলিয়া ইউপির পলগাদারচক গ্রামস্থ জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে ১৬ই জুন শুক্রবার দিবাগত ভোররাতে আসামি উত্তর সখিপুর গ্রামের মৃত শশী দাসের ছেলে তরুন দাস (৩৫) কে ১৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন।
আসামীকে আজ ১৬ই জুন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।