রাজধানীর রামপুরা এলাকার বহুল আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১) সহ ০৮ জন কুখ্যাত অপহরনকারীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

ঢাকা মহানগরীর রামপুরা এলাকার আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১), পিতা-মোঃ আকুব্বার মন্ডল, সাং-রামদেবপুর, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা এবং তার সহযোগী মোঃ শান্ত মিয়া (৩৫), পিতা-আব্দুল মান্নান, সাং-বেড়াতাল জাংগা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, মোঃ সাইদুল ইসলাম (১৮), পিতা-মৃত আব্দুল হাই, সাং-বুগইলকান্দি, থানা-গুয়াইনঘাট, জেলা-সিলেট, মোঃ দুলাল হোসেন (৩৫), পিতা-মৃত আব্দুল হাফিজ, সাং-বাসা নং-২৩১, মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড, থানা-কদমতলী, ডিএমপি ঢাকা রাকিব ইসলাম (২৩), পিতা-মৃত আবু সালাম খন্দকার, সাং-চিত্রকড়া, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জ, সুমন সরকার (২৭), পিতা-মৃত শৈলেন সরকার, সাং-মুক্তারপাড়া, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, মিঠুন মিয়া (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-করগাঁও কোনাপাড়া, থানা-কোটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ, মোঃ সাইফুল ইসলাম মুন্না (২৬), পিতা-মৃত আলী হোসেন, সাং-বাসা নং-২৫৭/১ক, পশ্চিম মেরাদিয়া নবীনবাগ, থানা-খিলগাঁও, ডিএমপি ঢাকা, মোঃ লিটন মিয়া @ আকাশ (৩৬), পিতা-মোঃ আব্দুল মুন্নাফ, সাং-উত্তর নকলা, থানা-নকলা, জেলা-শেরপুরদেরকে ০২/১০/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে কৌশল অবলম্বন করে মোবাইলের মাধ্যমে ফোন করে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে ধৃত আসামিরা পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছে। ধৃত আসামিদের কর্মকান্ড র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের পূর্বে হতে নজরধারী ও বিচক্ষনতায় থাকায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।