আজ (২৩ জুলাই, শুক্রবার) বরগুনা জেলার আমতলী উপজেলার একে স্কুল বাজার, খেকুয়ানি বাজার ও আমতলী ইউনিয়ন বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
লকডানে অবৈধভাবে দোকান পাট খোলা রাখার দায়ে এবং যানবাহন চালানোর অভিযোগে সাড়ে ১৭ জনকে ১৩,৯০০ জরিমানা করা হয়েছে।
ফিরতি পথের অনেক গণপরিবহন এ যাত্রী পরিবহনের জন্য জরিমানা করা হয়েছে। এছাড়া বাসার মালছামানা পরিবর্তনের জন্য ০২ টি ট্রাককে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, লকডাউন প্রথম দিনে অটো রিকশা ও মটর সাইকেল চলাচলের প্রবণতা থাকলেও প্রায় সকলকেই জরিমানা করা হয়েছে এবং জরুরি বিবেচনায় অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।