আবু সালেহ মুসা: আমতলীতে ১২৫ পিস ইয়াবাসহ শিবলী (শিপন) মৃধা নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। এদিকে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, মোঃ শিবলী (শিপন) মৃধা নামের ঐ মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে এস আই শুভ অভিযান চালিয়ে শিবলী মৃধাকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওইদিন রাতে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, ইয়াবা বিক্রেতা শিবলী (শিপন) মৃধাকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।