ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও হত্যা মামলা সহ ওয়ারেন্ট ভুক্ত ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা কালে ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ১২ জন আসামী কে আটক করে।
যার মধ্যে ৩ মাসের সাজা প্রাপ্ত ঈশ্বরগঞ্জের আঃ মোতাবেক ফকিরের ছেলে ছেলে মোঃ আঃ ছালাম কে আটক করে। এছাড়া গুইলাকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল মিয়া(৩৫), ডেডু মুন্সির ছেলে মোহাম্মদ আলী, ফতেনগর গ্রামের শাহ নেওয়াজের ছেলে আল আমিন ও কাশিমপুর থানার হত্যা মামলার আসামী বগাপুতা গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ শান্ত(৩০) কে গ্রেফতার করা হয়।
একই সাথে মৃগালী গ্রামের মৃত শাহ নেওয়াজের ছেলে মুসলেম উদ্দীন, শাহাদাৎ আলীর ছেলে রুহুল আমিন, শাহ নেওয়াজের ছেলে ইসলাম উদ্দিন সহ মাঝিয়াকান্দি গ্রামের ৪ জন কে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়।
শনিবার ২৯(জানুয়ারী) উক্ত আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।