কুষ্টিয়ায় প্যাথিডিন  ইনজেকশন সহ গ্রেফতার-২ র্র্যাব ১৩.সিপিসি’.১ কুষ্টিয়া ক্যাম্পের র্র্যাবের একটি চৌকস দল ২৪ এপ্রিল ২০২১ ইংরেজি তারিখে দুপুর ২টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভা কোট পাড়া সংলগ্ন লালন শাহ ডায়াগনস্টিক সেন্টার এন্ড (প্রাঃ) হাসপাতালের  সামনে এ মাদক অভিযান পরিচালনা করেন ২৮৮ প্যাথিডিন ইঞ্জেকশন সহ দু’জনকে আটক করে যার বাজার মূল্য=১০‌.৩৭০ টাকা।

আটককৃতরা হলেন; ১। মোঃ মিজানুর রহমান (৪২) পিতা-মৃত চাদ আলি .আর সি আর সি রোড নতুন কোটপাড়া। ২। মোঃ হাসান আলী (২০) পিতা মোঃ নফেল শেখ সাং বাহির বোয়ালদাহ উভয় ভোলা সদর উপজেলা কুষ্টিয়া কে গ্রেফতার করা হয় পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিদের কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি দেরকে কুষ্টিয়া জেলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।