কেশবপুরে সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ৬০ মেট্রিকটন ধান মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ব্যবসায় স্বপন মজুমদার কেশবপুর উপজেলার সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান ঘটনার সত্যতা প্রমাণিত পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বলেন, অবৈধভাবে ধান মজুদের প্রতিটি গুদামে অভিযান চালানো হবে। কৃত্রিম সঙ্কটকারীদের ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থের জন্য আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।