শ্রী রবীন্দ্রনাথ সরকার, প্রতিনিধিঃ গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় ১৫-০৪-২০২২ইং(শুক্রবার) মাদক সেবন ও পরিবহনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মর্নেয়া ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ০৩ জন আসামীকে এক বছর কারাদণ্ড ও ১০,০০০/ – টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর এ অভিযানে সহায়তা করেন।
ঘটনাটি নিয়ে গংগাচড়া উপজেলা প্রশাসন জানান মাদক মুক্ত গংগাচড়া উপজেলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।
তাছাড়া গংগাচড়া উপজেলায় যে জায়গা জুড়ে এসব অনৈতিক কর্মকান্ড এখন ও চলছে খুব শীগ্রই ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন গংগাচড়া বাসী সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে মাদকাসক্তদের দ্রূত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর বিকল্প কিছু নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।