হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে রেললাইনের পাশে বসে গাঁজা সেবনের সময় দুইজনকে গ্রেপ্তার করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ। জানাযায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, থানাপাড়া এলাকার মোঃ বিক্রম আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও ছোট কুষ্টারী এলাকার মৃত শামসুল হকের ছেলে মোঃ আজিজুর রহমান অরফে আইজল (৪৫)। দুজনেই একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
চিলমারী মডেল থানা সূত্রে জানাযায়, শনিবার রাত ৯ টার দিকে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল মাটি কাটা মোড়ের পূর্ব পাশে রেল লাইনের পাশ থেকে গাঁজা সেবনের সময় জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান সাথে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সময় দুজনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আজ মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে। সেই সাথে মাদকবিরোধী অভিযানটি নিয়মিত অব্যহত থাকবে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।