জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে হিরোইন সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানাযায় ১৯ আগষ্ট মেলান্দহ উপজেলা আদ্রা ইউনিয়নের পূর্ব আদ্রা লিয়াকত হোসেন লিখন নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাসেম আল আমিনের নেতৃত্বে ১ গ্রাম হিরোইন সহ আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
আদ্রা ইউনিয়ন যুবলীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পশ্চিম আদ্রা গ্রামের আ: হাকিমের ছেলে কামরুল ইসলাম মিলন ওরফে বিপুল (২৮) পুর্ব আদ্রা মরহুম আ: রশিদ মাষ্টারের ছোট ছেলে লিয়াকত হোসেন লিখন (৩২) কে রাতে আটক করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানা অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান- মাদকের বিরোদ্ধে নিয়মিত অভিযোনের অংশ হিসেবে -গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের নামে মাদকের মামলা হয়েছে। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাকৃত যুবলীগ নেতা বিপুলর বিরুদ্ধ দলীয় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা এমন প্রশ্নে আদ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম মুক্তা বলেন-বিপুলকে গ্রেপ্তারের বিষয়টি দলীয় ভাবে আলাচনা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। ইউনিয়ন আ’লীগর সাধারণ সম্পাদক আলতাফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।