টেকনাফ নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা প্রায় সাড়ে ২২ কোটি টাকা মূল্যের চার কেজির বেশি ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা।
তবে এসময় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনে অভিযানের সত্যতা নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবির উপ-অধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ শাকিল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।