অয়ন সরকার, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২২জুলাই) ধৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার আরাজি ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল খান এর ছেলে মোঃ মোঃ আরিফুজ্জামান খান(৩০) কে বুধবার দিবাগত রাতে তাকে নিজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় গত ৫ মে ‘১৬ তারিখে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বিজ্ঞ আদালত গত ১মার্চ -২১ তারিখে আসামির অনুপস্হিতিতে তাকে তিন বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামী পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।