অয়ন সরকার,ডুমুরিয়া প্রতিনিধি: গত ২১ শে আগস্ট দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন মালতিয়া গ্রামের শিখা রানী (৪৪) এর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনগণ ও ডুমুরিয়া থানা পুলিশ কর্তৃক ছিনতাকারী ১. মোঃ মিজানুর রহমান ঢালী @ মিজান (৩২), পিতা- মৃত: আবুল হোসেন ঢালী, গ্রাম- দক্ষিন টুট পারা, থানা- খুলনা সদর, জেলা -খুলনা, বর্তমান : গ্রাম- মৌখালী , থানা- পাইকগাছা, জেলা -খুলনা, ২. মোঃ মহিবুল্লাহ গাজী (২৯), পিতা- মোঃ শাহজাহান গাজী স্থায়ী : গ্রাম- হরিনগর, থানা- কয়রা, জেলা -খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
ছিনতাই করা স্বর্ণের চেইন, আসামীদ্বয়ের ছিনতাইকাজে ব্যবহৃত মোটর সাইকেল ও একটি স্টীলের টিপ চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামী মোঃ মিজানুর রহমান ঢালী @ মিজান (৩২) বিরুদ্ধে পূর্বের ০৫টি মামলা আছে।