সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ ধুপাজান চলতি নদীতে রবিবার সকালে নৌ-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দ্বারা চলতি নদীর বালাকান্দা বাজারের পাশে নদীর পাড় কেটে বালু উত্তোলন করার সময় ১টি ড্রেজার মেশিন ২টি বালু ভর্তি ষ্টিল নৌকা আটক করেন। নৌ-পুলিশের এস আই নাজিম উদ্দিনের নেতৃত্বে নৌ-পুলিশের একটি সক্রিয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। ড্রেজার ও দুটি নৌকা আটক করে সুনামগঞ্জ সদর উপজেরা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের কাছে হস্তানন্তর করেন।
ছবিঃ দৈনিক কলম কথা
এসময় সদর উপজেলা নিবার্হী অফিসার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুটি নৌকার কাছ থেকে ৫০হাজার টাকা করে ১লক্ষ টাকা জড়িমানা আদায় করেন এবং দুটি নৌকার বালু জব্দ করে নিলামে বিক্রয় করা হবে বলে জানান।
নির্বাহী অফিসার ইমরান শাহরিয়া বলেন নদী ভাঙ্গন বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে অবৈধ বালু ও পাথর উত্তোলন কারীদের আটক করা হচ্ছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িমানাসহ অনেক আসামীকে কারাদন্ড প্রদান করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।