সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদারের নির্দেশনায় গত ৩১/৫/২০২১ খ্রিঃ রাতের আধারে গোপনে সংবাদ পেয়ে এস,আই আ: রহমানের নেতৃত্বে একদল পুলিশ ধোপাজান চলতি নদীতে অভিযান পরিচালনা করে বালু ভর্তি ০৭ টি বাল্কহেড নৌকা আটক করে জিনারপুর বাজার সংলগ্ন নদীর পাড়ে নিয়ে আসেন।

এই ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার ৭টি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি আরও বলেন আমাদের বিশ্বম্ভরপুর থানা এলাকায় রাতের আধাঁরে বিক্রয় করার উদ্দেশ্যে বালু উত্তোলন করে কিছু অসাধু ব্যবসায়ী।

আমাদের অভিযান পরিচালনা প্রতিনিয়ত চলছে বিশ্বম্ভরপুর থানা এলাকার ধোপাজান চলতি নদীতে এবং অভিযান অব্যাহত থাকবে।