মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাজাপ্রাপ্ত দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানাযায়, বুধবার রাতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নয়ন কুমার, উপ-পরিদর্শক (এসআই) মোঃ তরিকুল ইসলামের নের্তৃত্বে এ এস আই হাসান আলী, এএসআই হামিদুর রহমার, এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জিরোপয়েন্ট ও জবই এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করেন।
এসময় দায়রা মামলা নং-৫৩১/১৪ এর সাজাপ্রাপ্ত আসামী উপজেলা সদরের তিলনা রোড এলাকার লুৎফর রহমানের ছেলে মোঃ রিপন ও দায়রা মামলা নং ৪৭৪/১৭, এবং দায়রা মামলা নং ৪৭৫/১৭ ধারাঃ এন আই এ্যাক্ট এর ১৩৮ এর ২ টি সাজাপরোয়ানা ভূক্ত আসামী একই উপজেলার জবই গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ ইসমাইল কে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।