নাটোরে মানবিহীন ও পঁচা মরিচের গুড়া উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ২ টি কারখানায় বিএসটিআইয়ের মামলা দায়ের; ৪৫ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।
বুধবার নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় নাটোর জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও পঁচা মরিচ থেকে মরিচের গুঁড়া উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তেবাড়িয়া হাটের মুন্না ট্রেডার্সকে ৩৫ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বন্ধ করা হয়।পাশাপাশি নিম্নমানের প্রায় ১৫০ কেজি শুকনা মরিচ এবং প্রায় ১১০ কেজি তৈরি মাল মরিচের গুড়া জব্দ করে ধবংস করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
অন্য অভিযানে একই এলাকায় সরিষার তেল এর অনুকূলে বৈধ সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কাসেম শাহ অয়েল মিলকেকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।