নাসিম আক্তার, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
সীমান্ত এলাকা যশোরের বেনাপোল বাজার থেকে আটক করা হয়েছে আলোচিত নোয়াখালীর রিক্সা চালক মো. আবুল হোসেন (৩৫)হত্যার আসামি। নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকার রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামি নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে আটক করে পুলিশ।
রবিবার (১৯ সেপ্টেম্বর)বিকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করে।
আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগনজ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবর এর ছেলে।গত ১৬ সেপ্টেম্বর ২০২১ইং রোজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন।(১০দশ) টাকা রিক্সা ভাড়া নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে নুরুল আমিন দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়।ঘটনাস্থলে মারা যায় রিক্সা চালক।হত্যার পর নুরুল আমিনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা হয়।
আটক আসামীর বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকার রিক্সা চালক হত্যার আসামি বেনাপোল এলাকায় অবস্থান করছে, সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুলে মার্কেটের সামনে থেকে তাকে আটক করা। আসামি নুরুল আমিনের আটকের বিষয় টি বেগমগঞ্জ থানায় জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।