মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের কালিয়ায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ২ জনকে গ্রেফতার করে। নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের বনগ্রাম ও কালডাঙ্গা গ্রামের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর গ্রুপ ও মোহাম্মদ মুকুল মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ (২৩ আগস্ট) দেশীয় অস্ত্র সহ দুইপক্ষ মহড়া দেওয়ার সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ ফোর্সসহ চাচুড়ি ইউনিয়নের বনগ্রাম ও কালডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা মোঃ আসলাম হোসেন মোল্লা (৪৫) পিতা: মাহমুদ হাসান মোল্লা সাং- কালডাঙ্গা এবং মোঃ জুয়েল মোল্লা (৩৯) পিতা-মোঃ হায়াতুর রহমান, সাং-বনগ্রাম উভয় থানা – কালিয়া, জেলা- নড়াইল।
দু’পক্ষের নিকট থেকে ৩টি রামদা, ২০ টি সড়কি, ৮টি ঢাল এবং ৩ টি ভেলা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোর্টে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।