নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৪৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।
(মঙ্গলবার) ১৫ জুন বিকেল সাড়ে ৩ টার দিকে মো: আল আমিন হোসেন (২৫) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই নিয়াজ মোর্সেদ, এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় নড়াগাতি থানার পহরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
আটককৃত মো: আল আমিন নড়াগাতি থানার জয়নগর গ্রামের মো: আবু তালেব শেখের ছেলে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন, গ্রেফতার পূর্বক তাকে নড়াগাতি থানায় হহস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।