নিরব কুমার দাস ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিধানিক দল ২.০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায় রবিবার ( ১০ এপ্রিল) রাতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে জেলার পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের আখিরা মধ্যপারা গ্রামের মৃত নুরুল ইসলাম ছেলে স্বপন ইসলাম (২৯ ) এর কাঁচা বসত বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে গাঁজা-২.০৫ কেজিসহ আসামী মোঃ স্বপন ইসলাম (২৯) কে হাতে নাতে গ্রেফতার করা হয় । স্বপন পূর্বে ধামইরহাট উপজেলার রুপনারায়ণপুর গ্রামে বসবাস করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।