জ্বালানি তেল ক্রেতাদের (পেট্রেল,অকটেন, ডিজেল) পরিমাপে কম দেয়ায় খুলনার পাইকগাছা পৌরসভার দুই ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩অক্টোবর) দুপুরে পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।

এসময় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এতে আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান,নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্হিত ছিলেন, খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।