নুরুল ইসলাম খান,পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে‌ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ।‌ উদ্ধারকৃত জালের মধ্যে রয়েছ ৫৫টি চায়না দুয়ারী জাল, ২০০ মিটার কারেন্ট জাল ও ২টি বেড় জাল।

জানা যায়, বেশ কিছুদিন ধরে কতিপয় অসাধু মৎস্যজীবী ওই‌‌ সকল‌ নিষিদ্ধ জাল দিয়ে বিল থেকে অবাধে পোনা মাছ নিধন করে আসছিল।

ওইদিন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খানের নেতৃত্বে সুজানগর থানার এসআই আবদুল জলিল সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিলের হাটখালী এবং দুলাই পয়েন্টে অভিযান চালিয়ে ওই জাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জাল বিলপাড়ে পুড়িয়ে ফেলা হয়।