মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

আটককৃতরা হলো, ইসমাইল হোসেন (৪০) মাগুরার মহম্মদপুর উপজেলার গোবরনাদা গ্রামের ইউনুস মন্ডলের ছেলে এবং অপর জন একই এলাকার মোঃ হাসান (৫০) রাজপাট গ্রামে বাড়ী৷

মঙ্গলবার(১৮ মে) রাতে শালিখা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ এলাকা থেকে আটক করে। তাদের দুজনের নামেই শালিখা থানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শালিখা থানার ওসি (তদন্ত) গৌতম কুমার ঠাকুর জানান, এই চিহ্নিত ডাকাতেরা বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে মাগুরার বেশ কয়েকটি স্থানে ডাকাতি পরিচালনা করেছে। এর মধ্যে গত ১০ মার্চ শালিখা উপজেলার রামপুর ও বুনাগাতি সড়কের মাঝামাঝি ফাকা জায়গায় ডাকাতি করে মটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়৷

এদের এক এক জনের বিরুদ্ধে থানায় ২/৩ টি করে মামলা রয়েছে৷ এছাড়াও এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে ডাকাতির অভিযোগ আছে। মঙ্গলবার রাতে তাদেরকে আটকের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।তাদের নিকট থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।