জেলা প্রতিনিধি, এস এম রাকিব: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ২০০(দুইশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির টিম গত বৃহস্পতিবার ১৭.২০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বাজারের নিকট ২নং সাক্ষী অলির স্যানেটারি কারখানার সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০০(দুইশত)পিচ ইয়াবা ট্যবলেটসহ আসামী ১। মোঃ আনারুল ইসলাম(৩৭), পিতা- মোঃ আমজাদ শেখ, মাতা মোছাঃ লুতফুন বিবি, সাং পূর্ব পাইকপাড়া, থানা শিবগঞ্জ, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।