বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ ৩ মাদকব্যবসায়ী কে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

রবিবার (২৩/০১/২০২২)সকাল ৮.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালীয়া গ্রামের মোঃ জাকির হোসেন এর হোটেলের সামনের পাকা রাস্তার উপর হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত আসামী -১। মোছাঃ পারভীন বেগম (৩৫), স্বামী-মোঃ রবিউল ইসলাম, গ্রাম-গোপালপুর, থানা-মনিরামপুর,

জেলা-যশোর,
২।মোছাঃ ফাতেমা খাতুন(৩৫), স্বামী-আঃ গফ্ফার খান, গ্রাম-বসুন্দিয়া (সদুল্লাহপুর), থানা-কোতয়ালী, জেলা-যশোর।
৩। মোঃ আনিচুর রহমান(৪৮), পিতা-মৃত আফছার মোড়ল, গ্রাম-কাগজপুকুর (উত্তরপাড়া),থানা-বেনাপোল পোর্ট, জেলা–যশোর।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)মোঃ রোকানুজ্জামানা সহ একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ আসামি আটক করে। এই সংক্রান্ত বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজ হয়েছে।