বেনাপোল প্রতিনিধি | যশোরের সীমান্ত এলাকা বেনাপোল সাদিপুর গ্রাম থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান-রবিবার (১৬ জানুয়ারী)সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে একদল চোরাকারবারী ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান নিয়ে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মধ্যপাড়া মসজিদের পাশে অবস্থান করছে।
এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের চালানটি ফেলে পালিয়ে যান আসামীরা।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।