অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ছয় পিচ স্বর্ণের বারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পটুয়াখালীর শাহজান মিয়ার ছেলে আবুল হোসেন ও শরিয়তপুরের আ: রাজ্জাক ব্যাপারীর ছেলে রিদয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত গামী ওই দুই সন্দেহভাজন যাত্রীকে আটক করে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রাথমিক ভাবে তারা অস্বীকার করলে, পরে জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণের কথা স্বীকার করে।
স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা রাখা হয়েছে এবং আটক যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।