বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। শনিবার রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. মুজাহিদুল শেখ (২৫) ৷ সে উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের মো. বাবলু শেখের ছেলে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের বাবলু শেখের ছেলে মো. মুজাহিদুল শেখ বসত ঘরে মাদক ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান মল্লিক সঙ্গীয় ফোর্সসহ মো. মুজাহিদুল শেখের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার ঘরে থাকা ট্রাভেল ব্যাগে থাকা একটি পলিথিনের প্যাকেটের মধ্য থেকে ৫৫ পিস ইউয়াবা বড়ি উদ্ধার করে।
এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান মল্লিক বাদি হয়ে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মো. মুজাহিদুল শেখকে আসামি করে থানায় মামলা করেন। শনিবার দুপুরে আসামি মো. মুজাহিদুল শেখকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদকসহ আটক মুজাহিদুলের নামে মামলা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।