মোঃ ইমরান হোসেন
স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউপির মন্দিরগাঁও গ্রামে একটি মসলা কারখানা থেকে বিপুল পরিমান নকল মসলা উদ্ধার করা হয়েছে।বুধবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে গুড়া মসলা কারখানায় অভিযান পরিচালনা করা হয়।উত্ত অভিযানে ধনিয়া গুড়া ২৯৩ কেজি, হলুদের গুড়া (৮ বস্তা), ৬৬ কেজি মরিচের গুড়া, ৪৯ কেজি কাঠের গুড়া, বিভিন্ন প্রকার ক্যামিক্যাল রং ৯ কেজি এবং ১টি মটর সহ বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড ৫৫ এর এডি নাসির উদ্দিন চৌধুরী ও সহকারী কমিশনার শ্রীমঙ্গল (ভূমি) নেছার আহমেদ।এসময় কারখানার মালিক মলয় (৪০) পালিয়ে যেতে চাইলে বর্ডার গার্ড ভেজাল পণ্য উৎপাদনকারী কারখানার মালিক মলয় (৪০) কে আটক করেন।

ছবিঃ দৈনিক কলম কথা
এ বিষয়ে সহকারী কমিশনার শ্রীমঙ্গল (ভূমি) নেছার আহমেদ বলেন, উক্ত কারখানাটি সীলগালা করা হয়েছে এবং উক্ত কারখানার মালিক মলয় (৪০) এর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হবে।