নিজস্ব প্রতিনিধি: ২০ জানুয়ারি সকাল ১১.৩০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত মণিরামপুর উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজার এলাকায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় মালিক ডা: প্রশান্ত কুমারকে মেডিকেল প্রাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সীলগালা করে তার কার্যক্রম বন্ধ করা হয়। পরবর্তীতে রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। তবে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ রাখায় তাদেরকে কোনো জরিমানা করা হয়নি। তাদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে হরিহরনগর ইউনিয়নের পারবাজারের পারবাজার সার্জিকাল ক্লিনিক ও রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি নামক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় তাদের লাইসেন্স না থাকায় অবৈধভাবে মেডিকেল সেবা দেওয়ার অপরাধে একই আইনে উভয় প্রতিষ্ঠানকে ৫০০০/- টাকা করে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে সীলগালা করে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন  মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তন্ময় বিশ্বাস,  আরএমও ডা: অনুপ কুমার বসু সিভিল সার্জনের প্রতিনিধিবৃন্দ। এসময়ে সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্প, রাজগঞ্জ তদন্ত কেন্দ্র ও ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্যরা।