হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ১৫২ পিমস ইয়াবাসহ র্যাবের হাতে আটক-১।
ফরিদপুর র্যাব ক্যাম্পের ডিএডি মোহাঃ মোখলেছুর রহমান জানান উপজেলার নওপাড়া ইউনিয়নের আমডাংগা সেতুর দক্ষিন পাশ থেকে ১৬ জানুয়ারী দুপুর ২টায় মোঃ সিপন সরদার(৩০)কে ১৫২ পিস ইয়াবাসহ র্যাব আটক করে।
সে উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চর বাগাট গ্রামের মোঃ নান্নু সরদারের ছেলে। আটকের সময় তার হেফাজত হতে ১৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২২হাজার ৫শ টাকা জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালসহ তাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।