মাগুরায় পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার ১ জন। এসময় তার নিকট থেকে ১৩ বোতল কেরুজ মদ ও ১৩.৮ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম সেবা (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক এসআই সেকেন্দার এর নেতৃত্বে মাগুরা জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন পৌর এলাকার পশুহাসপাতাল পাড়ায় অভিযান চালিয়ে কেরুজ মদ ও চোলাই মদ সহ গোপাল কুমার দেবনাথ (৫২) কে গ্রেফতার করে।
সে দেবনাথ এর পুত্র বলে জানা যায়। পুলিশ সূত্রে এঘটনার সত্যতা জানা গেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮-এ মামলা হয়েছে বলেও জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।