মোঃ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সিংদুক ডেপা নামক এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ অহিদুল ইসলাম(৪৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ।
আটককৃত অহিদুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিংদুক ডেপা গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়,গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর সার্বিক নির্দেশনায় তাইন্দং পুলিশ ক্যাম্পে দায়িত্বরত অফিসার এসআই  খোরশেদ আলম তার সঙ্গীয় ফোর্স সহ বটতলী সিংদুক ডেপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
এসময় ব্যাগ তল্লাশি করে  ব্যাগের ভিতরে থাকা (৩) তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাস্তার পাশে রেখেছিলো বলে জনসম্মুখে স্বীকার করে অহিদুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সোমবার মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল বেলায় অহিদুল ইসলামকে গাঁজ সহ আটক করা হয়েছে,এবং আজকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে,  তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।