আলমগীর হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে’ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

(১০সেপ্টেম্বর) রবিবার বিকেলের দিকে বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৪ দ্বারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে আশরাফ উদ্দিনকে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, সরকারের অনুমোদনহীন বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।