মাস্ক না পরায় ঢোলার হাঁট বাজারে বিক্রেতাদের জরিমানা
মোঃ মানিক ইসলাম রুহিয়া (থানা) প্রতিনিধি:
আজ সোমবার (১০ মে) ৫:১০ মিনিটে ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। করোনা মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা পরিদর্শনে নামেন।
এই সময় ঠাকুরগাঁও জেলার, রুহিয়ার ঢোলার হাঁট বাজারে অভিযান চালায়।অভিযান চালিয়ে বড় দুটি কাপড়ের দোকানে বিক্রেতাদের মাস্ক না থাকায় ৫০০টাকা করে ১০০০ টাকা সহ অন্যান্য কসমেটিক্স, জুতা দোকান, মনিহারি দোকানে ২০০ টাকা করে মোট ১২০০ টাকা জরিমানা করেছে ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে শপিংমল ও বিপণিবিতানগুলোতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা পরিদর্শন করছে ভ্রাম্যমাণ আদালত। এটা একটি চলমান প্রক্রিয়া। অভিযানের সময় কিছু জরিমানা করা হলেও এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।