গাজীপুর ক্যাম্পের র‌্যাব-১ সদস্যরা যশোরের এক ইউপি সদস্য হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। ঢাকার আশুলিয়া থানা শুটিং বাড়ি এলাকা হতে শনিবার (১২ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- ফারুক হােসেন(৪০), তােতা(৩৫) ও খালেক(৫৫)।

তাদের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার পাতিবিলা গ্রামে। র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া তিনজনই আলােচিত যশাের জেলার চৌগাছা থানার পাতিবিলা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাস(৫০) হত্যা মামলার আসামী।

ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসের সাথে এলাকার রাজনৈতিক আধিপত্য, প্রভাব বিস্তার ও এলাকার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্রেফতারকৃত আসামী এবং অন্যান্য আসামীদের সাথে পূর্ব থেকে মতবিরােধ ছিল। এর জের ধরে গত ২১ ফেব্রুয়ারি পাতিবিলা বাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হত্যার পর ভিকটিমের ছেলে মােঃ টিংকু পারভেজ বাদী হয়ে এজাহারনামীয় ২১ জন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী