ঝিকরগাছা প্রতিনিধি:  যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
 
সোমবার বিকালে ঝিকরগাছা থানাধীন পারবাজার এলাকা লোকাল বাস থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটক আসামীরা হলেন, ঝিকরগাছার হাড়িয়া দেয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. স্বপন হোসেন সুজন (৩২) ও সজীব হোসেন (২৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে সাব্বির হোসেন সৈকত (২০), কাশিপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মো. রাহাত হোসেন রকি (১৯)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বখতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম ঝিকরগাছা থানাধীন পারবাজার থানা মোড়স্থ যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোর গামী লোকাল বাসে তল্লাশী চালিয়ে ৪জনের কাছ থেকে ২৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
 
এবিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, যাত্রীর ছদ্মবেশে বিদেশী মদ পাচারের সময় লোকাল বাস থেকে ৪জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।