খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ১৫-১২-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর এর সদর এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে

নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্র‍য় বিতরণ করতে নিষেধ করা হয়।

১। এ্যালকাড ল্যাবরেটরি, রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্যে – ফ্রুট স্কোয়াশ ও সফটড্রিংক্স পাউডার
২। রংপুর ডেলিভারি সেণ্টার, রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্যে- সরিষার তেল, চা পাতা ও সফট ড্রিংকস পাউডার
৩। হাড়ি মিষ্টি ও কনফেকশনারি-১,রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্য- দই
৪।হাড়ি মিষ্টি ও কনফেকশনারি-২,রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্য-পাউরুটি, বিস্কুট, কেক,চানাচুর
৫। জনপ্রিয় ফুড লিমিটেড, আশরতপুর,চকবাজার, রংপুর – পণ্য – চানাচুর
৬। স্পার্কি ইলেকট্রনিকস, আশরতপুর,চকবাজার, রংপুর – পণ্য – সার্কিট ব্রেকার, ক্যাবল।

উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের কর্মকর্তা জনাব মোঃ জাহিদুর রহমান,সহাকারী পরিচালক (সিএম ), মোঃ বিল্লাল হোসেন, সহকারী পরিচালক (মেট্রোলজি)ও মারুফা বেগম, ফিল্ড অফিসার( সিএম) উপস্থিত ছিলেন।