শেখ শিবলী সরকার, রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটীতে র‍্যাবের হাতে ১ হাজার পিস ফেন্সিডিলের বোতলসহ রাজশাহীর চিহ্নিত শীর্ষ মাদক সম্রাট ২ মাদক ব্যবসায়ীকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটী বাজার থেকে তাদেরকে আটক করেছে র‍্যাব-৫ এর একটি চৌকস দল।

 

সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে রানিহাটী বাজারের আশা ফার্মেসির সামনে একটি সাদা রংয়ের (ঢাকা মেট্রো গ-১১-০৮৩২) প্রাইভেট কারের ভিতর রক্ষিত অবস্থায় এক হাজার পিস ফেন্সিডিল-সহ ২ জনকে আটক করে। আটককৃত ২ জন হচ্ছেন রাজশাহীর র্শীষক মাদক সম্রাট মাসুম ওরফে ( পা ফাটা মাসুস) পিতা মোঃ আব্দুর মান্নান সাং জঙ্গলপাড়া পো হরিপুর থানা দামকুড়া যার নামে রয়েছে ডজন খানিক মাদক মামলা ও হত্যা মামলার আসামি। অন্য আসামি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার ডলার বাবু।

র‍্যাবের ৫ ( সিপিসি-১) ক্যাম্প কমান্ডার মেজর সাকিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটী বাজারে ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক করা হয়। প্রাইভেট কারটি মাদক ব্যবসায়িক মাসুম নিজস্ব ব্যবহৃত গাড়ী।

আটক করার সময় মাসুম অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । মাদকদ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
এদিকে খোজ নিয়ে যানা যায় যে, রিক্সা আলার ছেলে মাসুম এখন কোটি কোটি টাকার সম্পদ গড়েছে। আছে ৮ টি ট্রাক বিলাশ বহুল বাড়ি চারটি প্রাইভেট কার থাকেন রাজশাহীর বিভিন্ন এলাকায় শির্ষ মাদক সম্রাট মাসুম তার ভাই রমজানকে দিয়ে উপশহর এলাকায় মাদক স্পট গরে তুলেছেন। সবুজ রংএর কার নিয়ে বিভিন্ন এলাকায় মাদক সাপ্লাই করেন মাসুম এর ভাই রমজান। মাঝে মাঝে দুই একটা চালান ধরাপরলেও থেমে নেই। রাজশাহী শহর ছাড়াও বিভিন্ন জেলায় তাদের মাদক ব্যাবসা।পুলিশের কাছে নিজের লেভাস লাগিয়েছে রমজান সাংবাদিক নাম মাত্র পত্রিকার আরালে চলে মাদকের বড় বড় চালান আনা-নেওয়ার কাজ। আসলে মুলত সে একজন বড় ধরনের মাদক ব্যাবসাই এটা রাজশাহীর অনেকে যানলেও।যানেনা অগ্যাত কারনে প্রশাসন । এই সুবাদে চলে মাদকের রমরমা ব্যাবসা।