ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ মো. মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগড়ি এলাকায় ইউশা ফিলিং ষ্টেশনের সামনে জেবি পবিরহন থেকে তাকে আটক করা হয়। আটক মাসুম রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের মৃত ইয়াকুব আলী জমাদ্দারের ছেলে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, জেবি পরিবহন নামে একটি বাসে মাসুম ফেনি থেকে গাজা নিয়ে আসছেন বলে আমাদের কাছে খবর আসে। এরই পরিপেক্ষিতে উইশা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় পুলিশ। পরে পুলিশ জেবি পরিবহনে তল্লাশি চালিয়ে মাসুমকে গাজাসহ আটক করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা্ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।