রাজশাহী ব্যুরো:রাজশাহীর বাঘায় ইমো চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-২,নাটোর একটি অপারেশন দল। বৃহস্পতিবার(১২ আগষ্ট)সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার হতে রাত সাড়ে ৮ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।আটককৃতরা হলেন,বাঘা উপজেলার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের আনোয়ার হোসেন(২৪),আলী আশরাফের ছেলে শান্ত হক(২৩) ও মোহদীপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের ছেলে সুরমান আলী (৪০)।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল,৩২ টি সিমকার্ড,২টি মেমোরীকার্ড এবং নগদ ৪ লক্ষ ৮২ হাজার ৩শত ২২ টাকা উদ্ধার করা হয়।
বাঘা ওসি(তদন্ত) মোঃ মোয়াজ্জেম বলেন,র্যাব কর্তৃক আটক আসামীদ্বয় কে আজ শুক্রবার(১৩ আগস্ট)দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।