মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিল, গোপন সংবাদ ভিত্তিতে হরিপুর থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ০৩ জন আসামি গ্রেফতার করেছে।
অদ্য বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ২.৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার গেদুড়া ইউনিয়নের মোঃ শরীফ (৩৩), পিতা-মোঃ ইউসুফ আলী, মোঃ লিটন (৩২), পিতা-মোঃ আমিন, উভয়ের সাং-বড়ুয়াল, মোঃ রুহুল আমিন (২৫), পিতা-মোঃ রহমান আলী, সাং-বনগাঁও (মৌলভীপাড়া) সকলের থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।