ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার ১২ মার্চ ভোরে অভিযান চালিয়ে ১০টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, রাণীশংকৈল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত রাত থেকে আজ ভোর ৬ পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ‍্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আঃ আজিজের বাড়ি থেকে ০৮টি ভারতীয় অবৈধ গরু এবং শুকুর আলীর বাড়ী থেকে ১ টি, এবং মীরডাঙ্গী বাজারের আঃ রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১ টি গরু সহ মোট ১০ টি গরু উদ্ধার করে।

সেই সাথে জরিত থাকায় ৫ জন কে ১,চন্দন চহট ধক্করা গট্টি গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র সাইদুল ইসলাম (৫০) ২, মীরডাঙ্গী বাজারের আঃ রহমানের পুত্র আবুল খায়ের(৩৪) ৩, মীরডাঙ্গী বাজারের কাশেম আলীর পুত্র আঃআজিজ(৬০) ৪,শুকুর আলীর পুত্র , জাহাঙ্গীর আলী (৪৫) ও ৫,জামাল উদ্দীন কে আটক করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, মামলার প্রক্রিয়া চলছে।